রাজিবপুরে অগ্নিকাণ্ড পুড়ে গেছে ১৭টি ঘর

কুড়িগ্রামের রাজিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি বাড়ির ১৭টি ঘর ভস্মীভূত হয়েছে। পুড়ে গেছে গবাদি পশুসহ যাবতীয় মালামাল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোদালকাটি ইউনিয়নের আনন্দ বাজারের দক্ষিণ পার্শে শংকরমাধবপুর বিল পাড়া নামক গ্রামে বৃহস্পতিবার (৪ এপ্রিল)রাত ১১ ঘটিকার সময় গোয়াল ঘরে গরুর মোশা তারানোর জন্য ব্যবহৃত কয়েলের আগুন থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হয়। এতে ৫টি বাড়ি পুড়ে একেবারে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান চাল গম সহ অন্যান্য ফসলাদি , আসবাবপত্র, শুধু পরনের কাপড় ছাড়া সকল কাপড় চোপড় পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পুড়ে যাওয়া বাড়ির মালিক রাশেদের ১০ টি ছাগল, কাবেলের উদ্দিনের ২ টি গরু,মিজানুরের ৫ টি ছাগল ও ২ টি গরু, লালন শাহের ১ টি গরু আগুনে পুড়েসাথে সাথেই মারা গেছে এবং আরও বেশ কয়েকটি গরু ছাগল মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে।অনেক হাস মুরগী পুরে ছাই হয়েছে। নলছিটিতে ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের আলোচনা সভা কোদালকাটির মাদ্রাসা শিক্ষক আমিনুর রহমান জানান আগুনে ১৭ টি ঘর পুড়ে ছাই হয়েছে। প্রথমিক ভাব ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে ।