আ.লীগ আমলে স্বতন্ত্র হিসেবে দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আওয়ামী লীগ আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুবার নির্বাচিত বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে মনির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দুইবারই নির্বাচিত হন। এ ছাড়া এর আগেও তিনি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বরগুনা সদর থানার বিশেষ আইনের মামলার অভিযুক্ত আসামি বলে জানা গেছে। বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা থানার বিশেষ আইনের মামলার একজন আসামি। তাকে গ্রেফতারের জন্য বরগুনা থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছিল। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।