প্রবীণদের নিয়ে সেন্টারলাইট হেলথকেয়ারের ঈদ উদযাপন

জমকালো আনন্দ আড্ডা এবং বিনোদনের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে সেন্টারলাইট হেলথকেয়ার। গত ১ এপ্রিল জামাইকাস্থ নিউইয়র্কের দক্ষিণ এশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনটি প্রবীণদের জন্য ছিল এক বিশেষ সাংস্কৃতিক উৎসব। ঈদের দিনটি ছিল এক ভিন্ন রকমের উপলক্ষ। যেখানে প্রবীণদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্যশিল্পী জামান তাদের মনোমুগ্ধকর পারফরম্যান্স উপস্থাপন করেন। এছাড়া, ঈদের বিশেষ খাবারের পাশাপাশি নামাজ এবং হলি উৎসবও উদযাপন করা হয়। সেন্টারলাইট হেলথকেয়ারের মার্কেটিং ও ব্র্যান্ড ম্যানেজার, এ্যান হিলি বলেন, এটি আমাদের প্রবীণদের একত্রিত হয়ে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করার একটি দুর্দান্ত সুযোগ। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের জন্য একটি আনন্দময় এবং স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চাই। প্রসঙ্গত, সেন্টারলাইট হেলথকেয়ার একটি বৃহৎ নন-প্রফিট প্রোগ্রাম। প্রতিষ্ঠানটি ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি ২৫টিরও বেশি ভাষায় সহায়তা প্রদান করে এবং হাজার হাজার প্রবীণকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে থাকে।