একদিনে যমুনা সেতু‌ পাড়ি দিল ৯১৬৩ মোটরসাইকেল

২৯ মার্চ, ২০২৫ | ৫:২৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এর প্রভাব পড়েছে মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে নেই যানজট। মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন, যার মধ্যে মোটরসাইকেল ৯ হাজার ১৬৩টি। যমুনা সেতু সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহণ ১২ হাজার ৬৭৫‌টি এবং ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি। আর বাকিগুলো মোটরসাইকেল। এসব যানবাহনের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। এদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে যানবাহনের তেমন চাপ নেই। অনেক অং‌শে ফাঁকা র‌য়ে‌ছে মহাসড়‌ক। ফ‌লে এবার ঈদযাত্রায় স্ব‌স্তি মি‌লে‌ছে উত্তরের মানু‌ষের। মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস্যরা জানান, মহাসড়‌কে প‌রিবহণ স্বাভা‌বিক গতিতে চলাচল কর‌ছে কোথাও যানজট বা চাপ নে‌ই।