মাদকে আসক্ত কতজন? হবে শুমারি

২৭ মার্চ, ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এই প্রথমবার মাদকে আসক্তদের তালিকা চূড়ান্ত করার জন্য শুমারি হচ্ছে। এমনটি জানিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী। গতকাল বুধবার পাঞ্জাব রাজ্যের বাজেট পেশ করেন পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা। তখনই এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘আমরা আগামী অর্থ বছরে পাঞ্জাবে প্রথমবারের মতো মাদক শুমারি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এই রাজ্যের প্রতিটি পরিবারে এই শুমারি চালানো হবে।’ তিনি আরও বলেন, ‘মাদকাসক্তির সমস্যা দূর করার জন্য একটি কার্যকর ও বৈজ্ঞানিক কৌশল তৈরিতে এই তথ্য ব্যবহার করা হবে। সরকার এই উদ্যোগের জন্য ১৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।’ একইসঙ্গে, পাঞ্জাব সরকার আন্তঃসীমান্ত মাদক চোরাচালান, নিরাপত্তা এবং রাজ্যে খেলাধুলার উন্নয়ন মোকাবেলায় বিশাল বাজেট বরাদ্দ ঘোষণা করেছে। অর্থমন্ত্রী হরপাল সিং চিমা বিধানসভায় বাজেট বক্তৃতার সময় জানিয়েছেন, আদমশুমারির লক্ষ্য মাদকাসক্তির ব্যাপকতা, নেশামুক্তি কেন্দ্রের ব্যবহার এবং মাদকাসক্ত ব্যক্তিদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা। চিমা বলেছেন, ‘মাদক পাঞ্জাবের উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি। শুধু শক্তি ও অস্ত্র দিয়ে নয়, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বৈজ্ঞানিকভাবেও এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’