একই বংশের ১৪ বাকপ্রতিবন্ধী পরিবারে স্বজনের ঈদসামগ্রী বিতরণ

২৭ মার্চ, ২০২৫ | ৮:০২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন- এ স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আলোচিত একই বাড়ির ১৪ বাকপ্রতিবন্ধী পরিবারসহ অর্ধশত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ কাজের ভূয়সী প্রশংসা করেন সহনাটী পল্টিপাড়া গ্রামের মো. ইসলাম উদ্দিন। তিনি বলেন, আমাদের জানামতে- বাংলাদেশ একই বাড়ির বা বংশের ১৪টি পরিবার বাকপ্রতিবন্ধী আর কোথাও নেই। সম্ভবত বিশ্বে অন্যকোনো রাষ্ট্রেও এমন বিরল পরিবার খুঁজে পাওয়া যাবে না। ওরা সমাজে অবহেলিত। সেই অবহেলিত মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে স্বজনদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বজনের উপদেষ্টা শাহীন মাহমুদ। তিনি বলেন, আমি গৌরীপুর সন্তান। দূর থেকে দেখি স্বজনদের মানবিক কার্যক্রম। আজকে এ কার্যক্রমে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন- স্বজন উপদেষ্টা শাহীন মাহমুদ, মো. ইসলাম উদ্দিন, গৌরীপুর বিএমএসএফের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, কোষাধ্যক্ষ শামীম হোসেন আলভী, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ। স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, আমরা প্রত্যেকটি পরিবারকে একটি মুরগি, ভাতের ও পোলাওয়ের চাল, ডাল, তেল, চিনি-সেমাই, কিছু নগদ অর্থসহ ঈদসামগ্রী দেওয়া হয়েছে।