রোমানিয়ায় ইসরাইলি সেনার বিরুদ্ধে ফৌজদারি মামলা

রোমানিয়ায় অবস্থানরত সন্দেহভাজন ইসরাইলি সেনার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের আহ্বান জানিয়ে একটি ফৌজদারি মামলা দাখিল করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় রোমানিয়ান আইনি দলের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক বিচার কেন্দ্র (আইসিজেপি) তাদের গ্লোবাল ১৯৫ উদ্যোগের অংশ হিসেবে এই মামলা দায়ের করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। আইসিজেপি নামধারী সন্দেহভাজনের বিরুদ্ধে প্রমাণও জমা দিয়েছে। গাজায় তার অন্যান্য ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সঙ্গে পোশাক পরা ছবিও রয়েছে তার। আইনি গোষ্ঠীটির অভিযোগ,সন্দেহভাজন ওই ব্যক্তি ইসরাইলি সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন, যা রোমানিয়ান এবং আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে। এই আবেদনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করা হয়েছে এবং রোমানিয়ান কর্তৃপক্ষকে রোম সংবিধির অধীনে তাদের বাধ্যবাধকতা অনুসারে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত রোমানিয়ান ফৌজদারি কোডের বিধানগুলিও উল্লেখ করেছে। আইসিজেপি জানিয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুসারে, যদি কোনও সন্দেহভাজন যুদ্ধাপরাধী রোমানিয়ার মাটিতে থাকে, তাহলে দেশের আইনি ব্যবস্থাকে অবশ্যই সাড়া দিতে হবে। এছাড়া সংস্থাটির আইনি দল বলছে, রোমানিয়ান পুলিশ ওই ব্যক্তিকে আটক করুক, ফরেনসিক পরীক্ষার জন্য তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করুক এবং সম্পূর্ণ ফৌজদারি তদন্ত শুরু করুক। আইসিজেপির পরিচালক তৈয়ব আলী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধকারী কেউই দায়মুক্তি ছাড়াই বিশ্ব ভ্রমণ করতে পারবে না। রোমানিয়ার এখন আইনগত ও নৈতিক দায়িত্ব রয়েছে। যুদ্ধাপরাধের বিচার করতে হবে। ’ গাজায় সন্দেহভাজন যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে বিশ্বজুড়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গত সপ্তাহে গ্লোবাল ১৯৫ একটি আন্তর্জাতিক জোট হিসেবে চালু করা হয়।