আর্জেন্টিনার বিপক্ষে ‘যা আছে সব নিয়ে’ মাঠে নামবে ব্রাজিল

২৫ মার্চ, ২০২৫ | ৫:৪৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এক-দুই বছর নয়, পাক্কা অর্ধযুগ ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয় নেই ব্রাজিলের। এমনকি এই সময়ে আর্জেন্টিনার জালেই কোনো বল প্রবেশ করাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সে ধারা ভাঙতে চান ব্রাজিলিয়ান ইনফর্ম উইঙ্গার রাফিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে দিয়েছেন জ্বালাময়ী ভাষণ। সেখানে প্রতিজ্ঞার সুরে বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’ তবে ব্রাজিলের জন্য যে কাজটি মোটেই সহজ হবে না, তা সাম্প্রতিক অতীতে চোখ বুলালেই বুঝতে বাকি থাকে না। গত ছয় বছরে দুই দল চারবার মুখোমুখি হয়েছে, এর মধ্যে তিন ম্যাচে হেরেছে ব্রাজিল এবং ড্র করেছে অন্যটি। বাংলাদেশ সময় আগামীকাল ২৬ মার্চ ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের আগে ফর্মে রয়েছেন রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোর মতো তারকারা। ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষভাবে অর্থবহ। কারণ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর আর্জেন্টিনার এই উপলক্ষ্য নস্যাৎ করতেই বদ্ধপরিকর সেলেসাওরা। এদিকে রাফিনিয়া যেখানে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তেঁতে রয়েছেন, সেখানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি মাথা ঠাণ্ডা রাখছেন। তার ভাষায়, ‘মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’