গত কয়েক দিনে ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুর

২৪ মার্চ, ২০২৫ | ৪:৩৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর মন্তব্য করেছেন যে, গত কয়েক দিনে ছাত্র নেতাদের দেওয়া বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে।রবিবার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার আয়োজনের সময় তিনি এ কথা বলেন। এসময় নূর আরও বলেন, "দায়িত্বশীল অবস্থানে থেকে এমন কোন কথা বলা উচিত নয়, যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি হয়।" তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, "কোন বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা উচিত নয়।" গণঅধিকার পরিষদের এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে নুর বলেন, "ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বশীল হয়ে কথা বলুন। এমন কথা বলবেন না, যেটা একটা সংকট উসকে দেবে এবং ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি করবে।"