ঢাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত এক, আহত ২

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত মো. আসিফ (১৯) ঢাকার কামরাঙ্গীর চর এলাকার মো. জহিরের ছেলে। আর আহত একজন হলেন আতিক (১৮), অন্য জনের পরিচয় জান যায়নি। এ বিষয়ে চকবাজার থানার পরিদর্শক আবুল খায়ের বলেন, ঘটনাটি মূলত কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরা ঘাটে। তারা তিনজন সেখানে ছিনতাই করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এদের মধ্যে আতিক কেরানীগঞ্জে জনতার হাতে ধরা পড়েন অন্য দুইজন নদীতে ঝাপ দেন। তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাট এলাকায় ওঠেন। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন। তিনি বলেন, গণপিটুনি খাওয়া নদীর দুই পাড়ের তিন ছিনতাইকারীকে সেখান থেকে উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন এখন পুলিশি প্রহরায় এ হাসপাতালে চিকিৎসাধীন।