বিদেশি লিগে খেলতে দেওয়ার পক্ষে শান্ত

১৮ মার্চ, ২০২৫ | ৫:০৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিসিবি থেকে অনেক সময় খেলার অনুমতি মেলে না। লিটন দাস যেমন গত বছর আইপিএলে দল পেলেও জাতীয় দলের খেলা থাকায় শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় বিগ ব্যাশে দল পেলেও খেলা হয়নি রিশাদ হোসেনের। মুস্তাফিজ-তাসকিনকেও অনুমতি না পাওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবার আবার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। কিন্তু তাদের তিনজনই পিএসএলে খেলার সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ওই সময় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত মনে করেন, বিসিবির উচিত বিদেশি লিগে খেলতে দেওয়া। সংবাদ মাধ্যমকে শান্ত বলেন, ‘আমি মনে করি, এসকল লিগে খেলা গুরুত্বপূর্ণ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা উচিত। তবে বিষয়টি শেষ পর্যন্ত বোর্ড, কোচ ও অধিনায়কের ওপর নির্ভর করে।’ তিনি জানান, বিদেশি লিগে খেললে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করা যায়। দায়িত্ব নেওয়ার শিক্ষা পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি শেখার জন্য খুব ভালো সুযোগ। তিনি আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের ক্রিকেটাররা বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবে।