অক্সফোর্ডে ভাষণ দেবেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী ২২ মার্চ সাত দিনের সফরে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সাতদিনের এ সফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন তিনি। সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে পর্যটন— নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মমতা। নবান্ন সূত্রের খবর, পশ্চিমবঙ্গে শিল্পের অনুকূল পরিবেশ, শিল্প নিয়ে সরকারের নীতি বৈঠকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। শিল্পপতি এবং বাণিজ্য প্রতিনিধিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই তার উদ্দেশ্য। লন্ডন সফরের মূল লক্ষ্যও এই বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পশ্চিমবঙ্গের ব্যবসাবান্ধব নীতিগুলোর উপর জোর দিতে পারেন মমতা। আগামী ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। এই ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে সাধারণত কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। বুধবার দিল্লি থেকে সেই সবুজ সঙ্কেতই এল নবান্নে। এর আগে ২০২৩ সালে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সময়ও তার বিদেশ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগ। এদিকে বিরোধীরা বার বারই অভিযোগ করেছেন ঘটা করে শিল্প বাণিজ্য সম্মেলন করে রাজ্য সরকার। বিদেশ সফরে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু বাস্তবে কতটা বিদেশি বিনিয়োগ আসে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়।