কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ৯০ পদের মৌখিক পরীক্ষা বাতিল

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) বিভিন্ন পদের গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করা হলো। কেজিডিসিএলের রাজস্ব খাতভুক্ত ১৭ ধরনের ৯০টি শূন্য পদে সরাসরি কর্মচারী নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত মৌখিক পরীক্ষা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করা হলো। ইতিপূর্বে গৃহীত মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগে অংশ নেওয়া প্রার্থীদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি শিগগিরই পেট্রোবাংলা ও কেজিডিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হবে।