গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

অভিনেত্রী ও মডেল রুনা খান। অভিনয়ে বেশ প্রশংসা কুড়ালেও সম্প্রতি খোলামেলা ফটোশুটের কারণে তিনি একাধিকবার নেটিজেনদের সমালোচনার মুখেও পড়েন। গেল বছরের শেষে একটি সিনেমার প্রিমিয়ারে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে অভিনেতা সম্রাটের সঙ্গে তার একটি ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল। এতদিন চুপ থাকলেও বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন রুনা। তিনি বলেন, ‘কারও ব্যক্তিগত ভিডিও অসৎ উদ্দেশ্যে ভাইরাল হলে সেটার দায়ভার তারকাদের নয়। আমার দায়, যেটুকু আমি নিজের পেজ বা হ্যান্ডেল থেকে শেয়ার করছি। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমি যে ছবি, খবর, কাজ মানে আমার অভিনয় বা মডেলিং সংক্রান্ত যা কিছু শেয়ার করছি, সেটুকুর দায় শুধু আমার।’ তিনি আরও বলেন, ‘আমি যেহেতু এ দেশের একজন পরিচিত মুখ, কে কোথা থেকে, আড়াল থেকে, পেছন থেকে, অড অ্যাঙ্গেল থেকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করল, সে দায় একেবারেই আমার নয়।’ মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘লীলা মন্থন’ ও ‘দাফন’ নামে দুটি সিনেমা।