৬৩ বছরের মোতাসিনের টানে ইউক্রেন থেকে কুমিল্লায় আসলেন নাদিয়া

১ মার্চ, ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ৬ বছর আগে। সেই পরিচয় থেকে প্রেম। অতঃপর প্রেমের টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসে বিয়ে করেছেন নাদিয়া নামের ৫০ বছরের এক নারী। তার স্বামী মোতাসিন বিল্লাহ (৬৩) কুমিল্লার চর্থা বড়পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি মোতাসিন বিল্লাহকে বিয়ে করেন। প্রেমিক মোতাসিন বিল্লাহ বলেন, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় সাইকোলজিস্ট সালো নাদিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে টুকটাক চ্যাটিং হতে থাকে। বছরদুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করেন মোতাসিন বিল্লাহ। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বুঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন যুগলবন্দি হওয়ার। সেই সূত্রে ১৯ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৫০ বছর বয়সি নাদিয়া। মোতাসিন বিল্লাহ আরও বলেন, নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন। সেখানে সাইকোলজিস্ট হিসাবে মানুষকে চিকিত্সাসেবা দিচ্ছেন নাদিয়া। নাদিয়া ইউক্রেনীয় এবং স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। ধীরে ধীরে এখন বাংলা শেখার চষ্টো করছে।