যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃত্যু ১০

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলজুড়ে এ সপ্তাহান্তে তীব্র শীতকালীন ঝড়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কেন্টাকিতে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বাড়িঘরেও বন্যার পানি প্রবেশ করেছে। সেখানে ঝড়-বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ডি বেশিয়ার। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, আমরা এইমাত্র পাইক কাউন্টিতে আবহাওয়া সম্পর্কিত কারণে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। জর্জিয়ায় আরও অন্তত একজনের মৃত্যুর খবর জানিয়েছেন কেন্টাকির গভর্নর। অন্তত এক দশকের মধ্যে কেন্টাকিতে আঘাত হানা সবচেয়ে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি বলেও বর্ণনা করেছেন অ্যান্ডি। বিবিসি।