তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

মার্কিন নৌবাহিনীর জাহাজের পর এবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে কানাডিয়ান যুদ্ধজাহাজ। এর নিন্দা জানিয়ে চীনা সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান ও নৌবাহিনী জাহাজটির ওপর নজরদারি করছে এবং সতর্ক করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাটিভি। মার্কিন নৌবাহিনী এবং মাঝে মাঝে কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোর জাহাজ মাসে একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে। কেননা, তারা এটিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। তাইওয়ানও এটিকে একটি আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। কিন্তু চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে, তাই তাদের মতে কৌশলগত জলপথটি তাদের। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, কানাডার পদক্ষেপ ‘ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করেছে’ এবং প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, থিয়েটার বাহিনী সব সময় উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখে এবং দৃঢ়ভাবে সমস্ত হুমকি এবং উস্কানি মোকাবেলা করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কানাডীয় সামরিক বাহিনী। চীন এবং তাইওয়ান উভয় সরকারই জাহাজটিকে অটোয়ার জাহাজ বলে চিহ্নিত করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল এবং তাইওয়ানের বাহিনীও নজরদারি চালিয়েছিল। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যাত্রাকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, কানাডা আবারও তাইওয়ান প্রণালীর স্বাধীনতা, শান্তি এবং উন্মুক্ততা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলসীমার বলে তার দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে।