সংসদ সদস্যদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, জামায়াতের তীব্র প্রতিবাদ
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-530183-1739339863-300x158.jpg)
পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কিত বিল-২০২৫ পাস হয়েছে। এর মাধ্যমে মূলত এমপিদের বেতন বাড়বে ১৩৮ শতাংশ। বিলটিতে সংসদ সদস্যদের বেতন দুই লাখ ১৮ হাজার রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ ১৯ হাজার করার প্রস্তাব রয়েছে। এর আগে বিলটি সিনেটে পাস হয়। এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অপেক্ষা করছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর আইন প্রণেতা রোমিনা খুরশিদ আলম বিলটি উত্থাপন করেন। এতে বিরোধী দল বা সরকারি দলের আইন প্রণেতারা কোনো আপত্তি তোলেননি। তবে পাকিস্তান জামায়াত-ই-ইসলামী (জেআই) এর আমির হাফিজ নাঈমুর রহমান সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির অনুমোদনের তীব্র প্রতিবাদ করেছেন এবং এটিকে অর্থনৈতিক দুর্দশার মধ্যে জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। এর প্রতিবাদে জামায়াত সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান। এর আগে ২৬ জানুয়ারি জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পরিষদের অর্থ কমিটি বিলটি অনুমোদন করে। ডিসেম্বরে পাঞ্জাব বিধানসভায়ও একটি সংশোধনী বিল পাস করা হয়। যার মাধ্যমে নির্বাচিত সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সংসদীয় সচিব, বিশেষ সহকারী ও উপদেষ্টাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়।