কড়া প্রতিবাদ : মসজিদের সামনের সিসিটিভি সরালো ভারত
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-530175-1739328744-300x158.jpg)
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রতিবাদের পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরা খুলে নেয় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদুর রহমান। গত রোববার (৯ ফেব্রুয়ারি) এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখায় একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। পরদিন সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ ও সিসি ক্যামেরা অপসারণ করার কথা বলে। এরপর একাধিকবার দুই বাহিনীর মধ্যে এ নিয়ে আলোচনা হয়। পরে ক্যামেরা সরিয়ে নেয়ার আশ্বাস দেয় বিএসএফ। স্থানীয়রা জানান, ঝাকুয়াটারী সীমান্তে একটি মসজিদ পুনঃনির্মাণ চলছে। এটি ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধারে সিসি ক্যামেরা স্থাপন করে।