গুগল ম্যাপে বদলে গেল মেক্সিকো উপসাগরের নাম

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’ নামটি পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখা হয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে টেক জায়ান্ট গুগলের সেবা গুগল ম্যাপ উপসাগরটির নাম পরিবর্তন করে রেখেছে। তবে এই পরিবর্তন ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে। এর বাইরে অন্যান্য দেশের ব্যাবহারকারীদের ম্যাপস অ্যাপে সেই উপসাগরের আগের নামই বহাল রেখেছে গুগল। এমনকি মেক্সিকোর ব্যবহারকারীরাও তাদের অ্যাপে এই উপসাগরটির নাম ‘গালফ অব মেক্সিকো’ই দেখছেন। মেক্সিকো উপসাগর হলো আটলান্টিক মহাসাগরের একটি ক্ষুদ্র উপশাখা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবাকে পৃথক করা এই উপসাগরের প্রায় পুরোটাই পড়েছে উত্তর আমেরিকা মহাদেশে। বহু বহু বছর ধরে এ উপসাগরটি মেক্সিকো উপসাগর নামেই পরিচিত ছিল। তবে ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর বেশকিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেসবের মধ্যে এই সাগরটির নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ করা সংক্রান্ত একটি আদেশও ছিল।