ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শনিবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান। ৪৬ রানে অপরাজিত থেকে দলকে এগিয়ে নিচ্ছেন ড্যারেল মিচেল। ওয়ানডে ফরম্যাটের এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে টুর্নামেন্টের আগে নিজের প্রস্তুতি জোরদার করতে চায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।