ফক্স নিউজে যোগ দিচ্ছেন লরা ট্রাম্প
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/34-300x169.jpg)
এবার গণমাধ্যমে ভূমিকা রাখতে যাচ্ছেন ট্রাম্প পরিবারের সদস্যরা। শিগগিরি ফক্স নেটওয়ার্কে যোগ দিতে চলেছেন ট্রাম্প পরিবারের সদস্য। জনপ্রিয় গণমাধ্যম ফক্স নিউযের সঞ্চালক পদে নিয়োগ পেতে চলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুত্রবধু ও রিপাবলিকান পার্টির সাবেক কো-চেয়ার লরা ট্রাম্প। বুধবার, চ্যানেলটির পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। আগামী ২২ তারিখ থেকে নতুন একটি অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তিনি। জিওপি সমর্থিত চ্যানেলটিতে নিয়মিত যাতায়াত আছে ট্রাম্প ও তার পরিবারের। এর আগে, ফক্স নিউযের বেশ কয়েকজন সঞ্চালককে নেটওয়ার্ক ছেড়ে তার প্রশাসনে যোগ দিতে উৎসাহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারে সেই নেটওয়ার্কেই যোগ দেবেন ট্রাম্প পরিবারের সদস্য। লরা ট্রাম্প প্রেসিডেন্টের ছেলে এরিকের স্ত্রী। এর আগেও ‘ইনসাইড এডিসন’ এর প্রযোজক হিসেবে ফক্সে কাজ করেছেন তিনি।