গাজা উপত্যকার মালিক হবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত উপত্যকা গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, এমন বিস্ফোরক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিস্ফোরক ঘোষণা করেন ট্রাম্প। খবর বিবিসি, আল জাজিরা। সম্মেলনে ট্রাম্প জানান, ফিলিস্তিনের উপত্যকা গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর উপত্যকাটির অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে। সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, গাজাতে তাহলে কারা বাস করবে? জবাবে ট্রাম্প বলেন, এটি "বিশ্বের মানুষের" আবাসস্থল হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্র্নিমাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে। যদিও সংবাদ সম্মেলনে তাঁর এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেননি মার্কিন প্রেসিডেন্ট। গাজা খালি করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে। এর মধ্যেই এমন বিস্ফোরক ঘোষণা দিলেন তিনি।