অনিশ্চয়তায় গাজা যুদ্ধবিরতির স্থায়িত্ব
গাজায় যুদ্ধবিরতি অব্যাহত। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা থাকলেও তাতে ঘটছে বিলম্ব। এ নিয়েই হুমকির মুখে পড়েছে এই যুদ্ধবিরতি। এরই মধ্যে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হবে এমনটা মনে করছেন না তিনি। এ বিষয়ে আত্মবিশ্বাসী নন বলেও জানিয়েছেন ট্রাম্প। এপি। মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে বসার কথা রয়েছে। তাদের এ বৈঠকে গাজা ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইল এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি। ট্রাম্প আরও বলেছেন, যুদ্ধবিরতি বিষয়টি অনিশ্চিত। শান্তি বজায় থাকবে এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নেই। এর আগে সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেছেন, আমরা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী। রোববার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা যেখানে নতুন মার্কিন-ইসরাইলি পরিকল্পনা নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজার সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব।