জেল থেকে দেওয়া আওয়ামী লীগ মন্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল
গেল ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আত্নরক্ষা করে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা।তাঁরপর থেকেই আওয়ামী লীগের অনেক নেতা জেলে বন্দী রয়েছেন অনেকে রয়েছেন পলাতক। আজ ( ৩ ফেব্রুয়ারি) সোমবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড আইডির একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া পোস্টে ফারুক উল্লেখ করেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি।জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়।অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না।এতটুকু বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তাঁর হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণিতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে কোন ধরণের শুদ্ধি অভিযান ব্যতীত রাজনীতিতে ফেরা উচিত হবে না।শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না,বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু। উল্লেখ্য পোস্ট দেওয়ার পর থেকে পেজটি এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বন্ধ রয়েছে।