ইউরোপীয় ইউনিয়নের ওপর ‘খুব শিগগিরই’ শুল্ক আরোপ করবেন ট্রাম্প
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ‘অবশ্যই’ শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কবে নাগাদ এ শুল্ক আরোপ করা হবে তা না জানালেও ‘খুব শিগগিরই’ এটি হবে বলেও সাংবাদিকদের জানান তিনি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি (শুল্ক আরোপ) অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘটবে। ’ ট্রাম্প বলেন, ‘কারণ তারা (ইউরোপীয় ইউনিয়ন) সত্যিই আমাদের সুবিধা নিয়েছে। আমাদের ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঘাটতি রয়েছে। তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না। কিন্তু আমরা তাদের কাছ থেকে সবকিছুই নিই- লাখ লাখ গাড়ি, প্রচুর পরিমাণে খাদ্য এবং কৃষি পণ্য।’ তিনি আরও বলেন, ‘আমি বলব না যে এর কোনো সময়সীমা আছে। তবে এটি খুব শিগগিরই হতে যাচ্ছে। ’ যদিও ইইউ এর আগে সতর্ক করে জানিয়েছে, ট্রাম্প যদি তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন তবে তারা ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবেন। প্রসঙ্গত, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে কানাডা থেকে আসা জ্বালানি ও এ সংক্রান্ত উপকরণে শুল্কের পরিমাণ ১০ শতাংশ ধরা হয়েছে। অপরদিকে, চীন থেকে আমদানি করা সব পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্প তার প্রথম শাসনামলে চীনের পণ্যে বড় আকারে শুল্ক বসিয়েছিলেন; যা বাইডেন প্রশাসন অব্যাহত রেখেছিল। এই শুল্কের সঙ্গে যোগ হচ্ছে আরও বাড়তি ১০ শতাংশ শুল্ক।