এবার মার্কিন পণ্যের ওপর মেক্সিকো ও চীনের শুল্ক আরোপ
কানাডার পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অটোয়া। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মেক্সিকো ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এই আদেশ আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। কানাডা ও মেক্সিকোকে নিয়ে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একই রকমের বক্তব্য–সংবলিত এক পোস্টে লেখেন, ‘দেশ দুটি যতক্ষণ না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানিল ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, ততক্ষণ দেশ দুটির ওপর শুল্ক বহাল থাকবে।’ এরইমধ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ মঙ্গলবার থেকে কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। মেক্সিকান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার জবাবে শুল্কসহ পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তিনি বলেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মেক্সিকোর প্রধানমন্ত্রী বলেন, মেক্সিকোর স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন-ট্যারিফ পদক্ষেপসহ প্লান বি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্ট একটি সমঝোতার জন্য কাজ করছেন। চার দেশের নেতাদের ৪ ফেব্রুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করা উচিত। কারণ ব্যাপক ভিত্তিক শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। মার্কিন প্রেসিডেন্ট কানাডা ও মেক্সিকোর পাশাপাশি চীনের পণ্য আমদানিতে ১০ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এই আদেশও আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। বেইজিং অভিযোগে বেইজিং ডব্লিউটিওতে এর বিরুদ্ধে মামলা দায়ের করবে। বিবৃতেতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীন।