বিপিএল প্লে-অফ কবে-কখন?

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

এক মাসেরও বেশি সময় ধরে ৪২টি ম্যাচ শেষে শেষ পর্যন্ত প্লে-অফ পর্বে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাত দলের মধ্যে থেকে সেরা চার দল এখন শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের ১১তম আসরটিতে নানা বিতর্ক থাকলেও মাঠের লড়াই ছিল দারুণ উপভোগ্য। শিরোপার দৌড়ে সবার ওপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। লিগ পর্বে শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তারা। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। চট্টগ্রামের দলটি শুধু যে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে তাই নয়, বরং লিগ পর্বের প্রথম ভাগে আধিপত্য বিস্তার করা রংপুর রাইডার্সকেও পেছনে ফেলেছে তারা। রংপুর রাইডার্স প্রথম আটটি ম্যাচে জয় পেলেও, শেষ চার ম্যাচে টানা হেরে যায়। ফলে দলটি শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হয় এবং এলিমিনেটর ম্যাচ খেলতে হবে তাদের। সেখানে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স, যারা দুর্বার রাজশাহীকে টপকে চতুর্থ স্থান নিশ্চিত করেছে। প্লে-অফ ও ফাইনালের সূচি: এলিমিনেটর: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স ৩ ফেব্রুয়ারি, দুপুর ১:৩০ মিনিট, মিরপুর প্রথম কোয়ালিফায়ার: চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল ৩ ফেব্রুয়ারি, রাত ৬:৩০ মিনিট, মিরপুর দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরের বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ৫ ফেব্রুয়ারি, রাত ৬:৩০ মিনিট, মিরপুর ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী ৭ ফেব্রুয়ারি, রাত ৭:০০ মিনিট, মিরপুর