বিপিএল আয়োজনে অবহেলা খতিয়ে দেখতে কমিটি গঠন

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরু থেকেই বিতর্ক হচ্ছে। বিপিএলের ১১তম আসর শুরুর আগে টিকিট নিয়ে বেশ উত্তজনা তৈরি হয়। মিরপুর শেরেবাংলার কাউন্টারে টিকিট না পেয়ে স্টেডিয়ামের মূল গেট ভাঙ্গার চেষ্টা করে টিকিটের জন্য আন্দোলন করেন শত শত ভক্ত-সমর্থক। সেই বিতর্ক শেষ না হতেই মাঠেই মেজাজ হারান ফরচুন বরিশালের অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শুধু তাই নয়, বিতর্ক হয় ম্যাচ ফিক্সিং নিয়েও। সবচেয়ে বেশি বিতর্ক হয় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে। পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করার ঘোষণা দেন রাজশাহীর ক্রিকেটাররা। শুধু তাই নয়, রাজশাহীর বিদেশি ক্রিকেটারা ম্যাচও বর্জন করেন। আজ শনিবার সকালে সংবাদমাধ্যমে চাউর হয় ম্যাচ ফিক্সিং সন্দেহের কারণে দুর্বার রাজশাহীর চলতি আসরের প্রথম দিকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট দুর্নীতি দমন কমিশন (আকসু)। বিষয়টি নিয়ে এদিন বিকেলে জরুরি মিটিংয়ে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিটিং শেষে উপদেষ্টা জানান, বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’ খেলোয়াড়দের বেতন বকেয়া ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’