দুস্থ, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা’র শীতবস্ত্র ও খাদ্য বিতরণ
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
দুস্থ, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা। স্থানীয় সময় শুক্রবার (৩১শে জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সদরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় শতাধিক দুস্থ, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য তুলে দেন সিলেট সফররত সংগঠনের সভাপতি আর. সি টিটো, সাবেক ট্রাস্টি কল্লোল আহমদ, সাবেক নির্বাচন কমিশনার দুলাল মিয়া (এনাম) সহ সিলেট সদরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি আর. সি টিটো ও সাধারণ সম্পাদক রাজিব খান।