মালয়েশিয়ায় বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক

২৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ১২ বাংলাদেশি। শুক্রবার তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ১২ জন বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন। তারা একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করেন। যাচাই করে দেখা যায় আমন্ত্রণপত্রটি ভুয়া। এরপর তাদের আটক করা হয়। মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে শনিবার দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি কোনো ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।