নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের যাত্রা শুরু
হেফাজতে ইসলামের দুই সাবেক আমির আল্লামা শাহ্ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের। এ উপলক্ষে শুক্রবার হাটহাজারী মাদরাসায় জুম’আর নামাজ আদায় করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক। বাদ জুম’আ তারা জামেয়ার কবরস্থানে হাফেজ ক্বারি ইলিয়াস, আল্লামা মুফতি নুর আহমদ, হেফাজতের দুই সাবেক আমিরসহ বুজুর্গদের কবর জিয়ারত করেন। পরে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সাংগঠনিক সফর শুরু করেন আনিছুর রহমান। এ আসনে জাতীয় বিপ্লবী পরিষদের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক। সফরকালে আনিছুর রহমান ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক মাস্টার সন্তোষ কুমার দে-সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, চট্টগ্রাম-২ আসনের উন্নয়ন, উচ্চশিক্ষায় সহায়তাসহ বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। আনিছুর রহমান জানান, চট্টগ্রাম সফরকালে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে তিনি একাধিক বৈঠকে মিলিত হবেন। এরপর চট্টগ্রাম মহানগর, থানা, জেলা ও উপজেলা কমিটি গঠন শুরু হবে।