গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ মরদেহ উদ্ধার

২৩ জানুয়ারি, ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের মরদেহের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং বাসিন্দারা তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার করেছেন তারা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলোকে আহত ও মৃতদেহ উদ্ধারের জন্য কিছু এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছিল, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অঞ্চলের ফিলাডেলফি করিডোরের কাছে। প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।