তেল আবিবে ছুরিকাঘাতে আহত ৪, হামলাকারী নিহত

২২ জানুয়ারি, ২০২৫ | ৪:৩৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ইসরাইলের রাজধানী তেল আবিবে ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছেন। ইসরাইলি জরুরি পরিষেবা কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, এক ‘সন্ত্রাসী’ নাহালাত বেনিয়ামিন স্ট্রিটে তিনজন বেসামরিক নাগরিক এবং গ্রুজেনবার্গ স্ট্রিটে একজন বেসামরিক নাগরিককে ছুরিকাঘাত করেছেন। তেল আবিবের ইচিলভ হাসপাতাল জানিয়েছে, তারা ছুরিকাঘাতে আহত তিনজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে একজনের ঘাড়ে গুরুতর আঘাত আছে। তাকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে। তেল আবিবের নাহালাত বেনিয়ামিন স্ট্রিট এবং আশেপাশের এলাকাগুলো রেস্তোরাঁর জন্য জনপ্রিয়। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। চার দিনের মধ্যে তেল আবিবে এটি ছিল দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনা। গত শনিবার (১৭ জানুয়ারি) এক ‘সন্ত্রাসী’ একজনকে গুরুতর আহত করার পর একজন সশস্ত্র বেসামরিক নাগরিক তাকে গুলি করে হত্যা করে।