অভিশংসন বিচারের মুখে ইউন

২২ জানুয়ারি, ২০২৫ | ৭:০০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তাঁর অভিশংসন বিচারে প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন। চলমান বিচারের প্রথম কয়েকটি শুনানিতে অনুপস্থিত থাকার পরে অবশেষে আদালতে এলেন তিনি। এদিন সামরিক আইন জারির চেষ্টার সময় আইনপ্রণেতাদের গ্রেপ্তারের আদেশের কথা অস্বীকার করেছেন বরখাস্ত হওয়া সাবেক এই প্রেসিডেন্ট। গত সপ্তাহে তাঁকে স্থায়ীভাবে ক্ষমতা থেকে অপসারণ করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিচার শুরু করেন সাংবিধানিক আদালত। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলাদা ফৌজদারি তদন্তের মুখোমুখি হচ্ছেন ইউন। গত সপ্তাহ থেকেই আটক রাখা হয়েছে তাঁকে। বিবিসি।