সেই আলাউদ্দিন নাসিম এখন দুদকের জালে

২১ জানুয়ারি, ২০২৫ | ৫:৫২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের মঙ্গলবার (২১ জানুয়ারি) তাঁর ব্যাক্তিগত ফেসবুক পেজে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে নিয়ে একটি পোস্ট করেন। যেখানে পোস্টে সায়ের উল্লেখ করেন,শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে পরিচিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, গত দেড় দশকে বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব চালিয়েছেন। হাসিনার ঘনিষ্ঠজন হওয়ায় বিনা পুঁজিতে ব্যাবসায়িক পার্টনার হয়ে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের প্রকল্প থেকে বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। ডাচ্-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের ৩০ শতাংশ শেয়ারের মালিক ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি তার পোস্টে আরো লিখেন, সব সংবাদ মাধ্যমে ডাচ্-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের ৩০ শতাংশ শেয়ারের মালিক বলা হলেও এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের মালিকানায়ও নাসিম রয়েছেন। প্রতিমাসে ব্যাংকে এসএস পাওয়ার থেকে মোটা অংকের চেক নাসিমের এবং তার ওয়াইফ প্রফেসর ডা: জাহানারা আরজু এর নামে জমা হতো। তার একটি ছোট্ট প্রমান সংযুক্ত চেকটি। যেহেতু তার বিরুদ্ধে দুদকে তদন্ত চলছে, আশা করছি তদন্ত-কমিটি এই চেকটি আমলে নিয়ে আরো বিস্তারিত অনুসন্ধান করবেন। পোস্টটি ইতোমধ্যে ফেসবুকে ৩৩০০ শেয়ারের সাথে ২১৩ বার শেয়ার হয়েছে।