২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

২০ জানুয়ারি, ২০২৫ | ৫:২৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঢাকায় এ বছর শীত পড়েনি বললেই চলে। শেষ হতে চলেছে মাঘের প্রথম সপ্তাহ। ৬ মাঘ সোমবারও রাজধানীতে হালকা ঠাণ্ডা বাতাস বইছে। সূর্যোদয়ের পর থেকে গরম কাপড় ছাড়াই চলাফেরা করছেন নগরীর মানুষ। এদিকে সারা দেশে রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আবহাওয়ার পূর্বাভাসে জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। তবু বেশ স্বস্তিতেই চলাফেরা করছেন খেটে খাওয়া মানুষেরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।