একনজরে আজকের বিশ্ব: ১৯ জানুয়ারি, ২০২৫

২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৫২ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (রোববার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই: নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন ইরানের নতুন একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার অজ্ঞাত উপসাগরীয় স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে দেশটি। যা সব ধরনের শত্রুর মোকাবিলা করতে সক্ষম। নৌঘাঁটি উপসাগরের একটি অজ্ঞাত স্থানে ৫০০ মিটার গভীরে নির্মিত একটি কৌশলগত ‘গোপন’ ঘাঁটির অংশ বলে জানা গেছে। রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ঘাঁটিটি পরিদর্শন করছেন। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে। জম্মু-কাশ্মীরে রহস্যজনক রোগে ১৬ জনের মৃত্যু জম্মু-কাশ্মীরে রহস্যজনক রোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ডিসেম্বরের শুরু থেকে এ রোগে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ ছাড়া ৩৮ জন আক্রান্ত হয়েছেন। পিজিআইএমইআর চন্ডীগড়, ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের মতো চিকিৎসা বিশেষজ্ঞ এবং সংস্থাগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও অসুস্থতার কারণটি অজানা রয়ে গেছে। ইতোমধ্যে ওইসব এলাকার বাসিন্দাদের জন্য খাবার, পানি ও আশ্রয়সহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আটলান্টিকে নৌকা ডুবে ৪৪ জনের মৃত্যু অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ৮৬ জন নিয়ে নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। মরক্কোর কর্তৃপক্ষ ৩৬ জনকে উদ্ধার করেছে। নৌকাটি ১৩ দিন ধরে সমুদ্রে ভাসছিল। এক্সে এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, ৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে ডুবে যায়। রাবাতে পাকিস্তান দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে। বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার টেলিভিশন ভাষণে গাজায় যুদ্ধবিরতি এবং এর অর্জন নিয়ে আলোচনা করেছেন। বক্তব্যের শুরুতেই ‘আজ গাজায় গোলাগুলি ও বোমার শব্দ থেমে গেছে’ বলে উল্লেখ করেন জো বাইডেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল সংঘাত থামানো এবং এটি আমরা অর্জন করতে পেরেছি। তবে আমাদের কাজ এখানেই শেষ হয়নি। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫ সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বেলুচিস্তানের ঝব জেলায় অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ ‘সন্ত্রাসী’ প্রাণ হারিয়েছে। রোববার এক বিবৃতিতে এ খবর দিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা জানিয়েছে, রোববার ভোরে ঝবের সাম্বাজা এলাকায় একদল ‘সন্ত্রাসী’ পাক-আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের আরেকটি গ্রাম রাশিয়ার দখলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন। দেশটির পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদভিঝেঙ্কা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার ইউক্রেনের আরও দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক ও কুরাখোভ শহরের মধ্যবর্তী একটি বসতি। ভারতে কুম্ভমেলায় আগুন ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি তাঁবুতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই এলাকা থেকে মেলায় আগতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলংকায় সড়ক দুর্ঘটনায় আহত ৩৫ শ্রীলংকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে দ্বীপ দেশটির দক্ষিণ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে প্রদেশটির মাতারা জেলার প্রধান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে।