তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বের করে দিলেন সাংবাদিককে!

১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থন কারায় শেষ সংবাদ সম্মেলনে তোপের মুখে পরেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এসময় দুই সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের স্পষ্ট সমালোচক বেশ কয়েকজন সাংবাদিক গত বৃহস্পতিবার গাজা যুদ্ধের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের তীব্র সমালোচনা করেছেন। ১৫ মাস ধরে চলমান সংঘাত মোকাবিলায় তার ভূমিকা নিয়ে শেষ সংবাদ সম্মেলনে সমালোচনা করেছেন। সংবাদ সম্মেলনে স্যাম হুসেইনি নামের একজন সাংবাদিক চিৎকার করে বলেন, ‘অপরাধী! আপনি কেন হেগে নেই।’ দীর্ঘদিন বহির্বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসেবে পরিচিত এই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইঙ্গিত করে এ কথা বলেন। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং কক্ষে অচেনা এই সাংঘর্ষিক দৃশ্যের সমাপ্তি ঘটে নিরাপত্তাকর্মীরা হুসেইনিকে ধরে নেওয়ার মধ্য দিয়ে। তারা এই সাংবাদিককে জোর করে কক্ষের বাইরে নেওয়ার সময়ও তিনি অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্দেশে নানা প্রশ্ন ছুড়তে থাকেন। আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নিতে চলা অ্যান্টনি ব্লিঙ্কেন নিজের বক্তব্য শেষে সাংবাদকিদের প্রশ্ন করতে বলেন। সে সময় তিনি ছিলেন খুবই শান্ত। কিন্তু এরপর তাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে সর্বশেষ রক্তপাত ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা প্রদানের জন্য ব্লিঙ্কেন সমালোচনার সম্মুখীন হন। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, হামাস ইসরায়েলে আক্রমণ করে ১,২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসলায়ের হামলায় গাজায় ৪৬,৮৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন। ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। সূত্র: রয়টার্স।