হানিমুন থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান
নতুন বছরের শুরুতেই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী তাহসান খান। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেন তারা। বিয়ের পরই ৭ জানুয়ারি হানিমুনের উদ্দেশে মালদ্বীপে যান তাহসান ও রোজা। বৃহস্পতিবারের রোজা তার সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের কিছু স্থিরচিত্র পোস্ট করেন। আর তাহসানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেখা গেল, তিনি গতকাল কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছিলেন। তাহসান তার ফেসবুক পেজে রোহিঙ্গা আশ্রয়শিবিরের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থাও। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।” উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তা।