আমাদের ঈমান ঠিক আছে তো: জয়া আহসান
মাধ্যমিকের নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্রের পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ-সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সংগঠনের হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন জয়া আহসান। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের ফেসবুকে জয়া লিখেন, 'আদিবাসী' নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল। বৈষম্যের কথা উল্লেখ করে জয়া আরো লিখেন, একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো?এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।