ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প
ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ খবর জানিয়েছে। এ চুক্তির পর বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ। তিনি বলেন, ‘মহাকাব্যিক যুদ্ধবিরতি’ চুক্তি কেবল নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য ঘটেছে। এ জয় বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে আমার প্রশাসন সমস্ত আমেরিকান এবং আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শান্তি চাইবে এবং চুক্তি করবে। ট্রাম্প বলেন, তিনি ‘রোমাঞ্চিত’ যে আমেরিকান এবং ইসরাইলি জিম্মি উভয়ই দেশে ফিরে আসবে। মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা যাতে আর কখনো সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয় তা নিশ্চিত করতে স্টিভ এবং জাতীয় নিরাপত্তা দল ইসরাইল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, তার দল সমস্ত মধ্যপ্রাচ্যে শক্তির মাধ্যমে শান্তির প্রচার চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির ‘বেগ’ গড়ে তুলবে। ‘এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে, বিশ্বের জন্য আসা মহান জিনিসগুলির শুধুমাত্র শুরু,’ তিনি যোগ করেন।