দৌলতদিয়া যৌনপল্লিতে রুনা খান

১৫ জানুয়ারি, ২০২৫ | ৬:৩৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ক্যারিয়ারের দুই দশক ধরে কাজ করছেন রুনা খান। কাজ করেছেন বড় পর্দা ও ছোট পর্দায়। তার প্রথম চলচ্চিত্র 'নীল্পদ্ম' এর জন্য শুটিংকরতে হয় দৌলতদিয়া যৌনপল্লিতে। তিনি এই চলচ্চিত্র যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। এক সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্রে কাজ করা ও অভিজ্ঞতা জানিয়েছেন, তিনি যৌনকর্মীদের জীবন ও সামাজিক অবস্থান খুব কাছ থেকে দেখেছেন। মানুষ হিসেবে তাদেরকে খুব কাছ থেকে দেখলাম। শুটিং এর ফাঁকে তাদের সাথে কথা বলেছি, গল্প করেছি। ওরা আমার সাথে সিসিমপুর, ফ্যামিলি ক্রাইসিস নাটক, সিনেমা নিয়ে কথা বলেছে। আমরা সাধারণ মানুষ যা করি তারাও করে। টেলিভিশন টকশোতে রুনা খান বলেন, যৌন পল্লিতে আমার কখনো যাওয়া হয়নি, এই প্রথম যাওয়া। সেখানে তিন দিন কাজ করেছি। মানুষ হিসেবে তারা সুন্দর, সমৃদ্ধ। তারা যে কাজ করেন সেটা তাদের পেশা। তারা এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ওদের কাপড় আমি পড়েছি। আমাদের কাপড় ধোঁয়া থাকলে যেমন অসুবিধা নেই তেমনি ওদের কাপড় ধোয়া থাকলে পড়তে অসুবিধা নেই। আমরা সবাই মানুষ।