বিয়ে করলেন পড়শী, পাত্র কে?

১৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৫১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সাবরিনা পড়শী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পান পরিচিতি। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। স্টেজ শো ছাড়াও তার ব্যস্ততা বেড়েছে গানে। নিয়মিত প্রকাশ করছেন নতুন নতুন গান। এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার। মেয়ের বিয়ের খবর জানতে চাইলে পড়শীর মা জুলিয়া হাসান গণমাধ্যমকে বললেন, ‘এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।’ নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা। সম্প্রতি ইমরান মাহমুদুল ও পড়শীর নতুন দ্বৈত গান প্রকাশ পেয়েছে। এ গানের শিরোনাম ‘কথা একটাই’। গানের সাফল্যের পর গত ২৬ ডিসেম্বর পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, “কথা একটাই” গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’