আওয়ামী লীগ কখনও নিঃশেষ হবে না, আবার সগৌরবে ফিরবে: হাসান মাহমুদ

১৪ জানুয়ারি, ২০২৫ | ৫:০৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দলের ঐতিহাসিক সংগ্রাম নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগের অন্যতম নেতা হাসান মাহমুদ।তিনি বলেন, পঁচাত্তরের পর রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বঙ্গবন্ধুর আদর্শিক ধারা থেকে দূরে সরে গিয়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। মুক্তিযোদ্ধারা খুব সহজে পরিচয় দিতে পারত না। আজকের পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামীলীগ উত্তরণ ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় আসে। আওয়ামীলীগ কখনও নিঃশেষ হবে না, আবার সগৌরবে স্বমহিমায় আওয়ামীলীগ অবশ্যই ফিরবে। হাসান মাহমুদ উল্লেখ করেন,১৯৭৫ সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দলকে কঠিন বিপর্যয়ের মধ্যে ফেলা হয়। জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং হাজার হাজার নেতাকর্মী দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। সেই সময় "জয়বাংলা" স্লোগান পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আপনি বা শেখ হাসিনা কি কখনও বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন? অবশ্যই যাব ,তো স্যার গত বছর ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা, তারপর পাঁচ মাস কেটে গিয়েছে ,অনেক কিছুই বদলেছে। বাংলাদেশে ভারত বিরোধিতা এখন চরমে। রোজই কেউ না কেউ কিছু না কিছু বলছে ভারতের বিরুদ্ধে। এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, আমাদের দেশের রাজনীতিতেও এটি একটি অনুষঙ্গ, একটি পক্ষ দল এবং কিছু গোষ্ঠী আছে। তাদের রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল তাদের কাজ ভারত বিরোধিতা করা এবং হিন্দু সম্প্রদায়ের বিরোধিতা করা। এদেশকে কেউ কেউ ইসলামিক রাষ্ট্র বানানোর চিন্তাভাবনা করে। কিন্তু তালিবানি রাষ্ট্র বানানোর ও স্বপ্ন দেখে সুতরাং এই তালিবানি রাষ্ট্র বানানো এবং দেশকে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়া।