এইচএমপি ভাইরাস ঠেকাতে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা জারি

১৪ জানুয়ারি, ২০২৫ | ৫:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

করোনা মহামারির পাঁচ বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়ার খবর বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইতোমধ্যে এই ভাইরাস বাংলাদেশেও শনাক্ত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এ বিষয়ে একটি চিঠি দিয়ে দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি জোরদারের নির্দেশ দিয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি একজন নারী। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে।Tourism guidesভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এই ভাইরাস বিশেষত শিশু, বয়স্ক, গর্ভবতী মহিলা এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পৃথিবীর অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও এই রোগের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেয়ায় বাংলাদেশে এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। যার জন্য সব যন্ত্র সেবাকেন্দ্র এবং পয়েন্টস অব এন্ট্রিসমূহে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিম্নে বর্ণিত নির্দেশনা অনুসরণ করা এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হলো।