বিপিএলে তানজিদের আরও একটি সেঞ্চুরি
১২ জানুয়ারি, ২০২৫ | ৮:১৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। রোববার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে ৬২ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তানজিদ। ৬২ বলে ৭টি ছক্কা আর ৬টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। এর আগে ২০২৩ সালের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন তরুণ এই তারকা ওপেনার। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। বিপিএলের চলমান ১১তম আসরের ১৮ তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন।