বিপিএলে লিটনের অনবদ্য সেঞ্চুরি

১২ জানুয়ারি, ২০২৫ | ৮:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাসের অনবদ্য সেঞ্চুরি। বিপিএলের চলতি আসরে এর আগে ঢাকা ক্যাপিটালের হয়ে শ্রীলংকান তারকা থিসেরা প্যারেরা (১০৩*, চিটাগং কিংসের হয়ে পাকিস্তানি তারকা ক্রিকেটার উসমান খান (১২৩) আর রংপুর রাইডার্সের হয়ে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস (১১৩) সেঞ্চুরি হাঁকান। রোববার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৮টি চার আর ৭টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। রোববার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে রাজশাহী। ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন জাতীয় দলের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ গড়ে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার। ১০ ওভারের খেলা শেষে রাজশাহীর স্কোর বোর্ডে জমা হয় ১১.৫০ গড়ে ১১৫ রান। ১৫ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১১.৮৬ গড়ে ১৭৮ রান। ৯৬ ও ৭৩ রানে অপরাজিত লিটন দাস ও তানজিদ হাসান তামিম।