ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরাইল
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ গোষ্ঠী ইসরাইলে নতুন করে হামলা চালাতে পারে; এই আশঙ্কায় দখলদার ইসরাইল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গ-মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুথিরা এ হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরাইলের টিভি চ্যানেল ১২ শনিবার এক প্রতিবেদনে বলেছে, ‘আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরাইলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে’। চ্যানেলটি জানায়, একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করার পর তেলআবিব এ আশঙ্কা প্রকাশ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ‘প্রকৃত হুমকি’ রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানায়, ইসরাইলি-মার্কিন-ব্রিটিশ যুদ্ধবিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এছাড়া হুদেইদাহ ও রাস ঈসা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর হামলা করার পর ইঙ্গ-মার্কিন-ইসরাইলি যৌথ বাহিনী ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর ইয়েমেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে গাজাবাসীর পক্ষ অবলম্বন করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমুদ্র অভিযানের ফলে লোহিত সাগর দিয়ে ইসরাইলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত সমুদ্র বন্দর বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় দখলদার ইসরাইলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: মেহের নিউজ