দিকভ্রান্ত হানিফ সংকেতের ভিডিও ভাইরাল

১২ জানুয়ারি, ২০২৫ | ৮:৫২ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

গেল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাণীশংকৈলে ঐতিহাসিক রাজা টংকনাথের জমিদার বাড়িতে শুরু হয়, দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র কয়েকটি পর্বের শুটিং ধারণের কাজ। কিছু শর্ট ধারণের পরই রাত ৮ টার দিকে চেয়ারে বসা কে কেন্দ্র করে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে উৎসুক জনতা চেয়ার ভাঙচুর শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে পরে হানিফ সংকেত ইত্যাদি’র কার্যক্রম স্থগিত ঘোষনা করেন। পরে অবশ্য বিষয়টি নিয়ে কথা বলেছেন হানিফ সংকেত।কিন্তু সেসময়ের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,অসহায়,নিরব হয়ে সব দেখছেন হানিফ সংকেত। ভিডিওটি মূহর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।নেটিজেনরা হানিফ সংকেতের পক্ষ নিয়েছেন।প্রত্যক্ষদর্শী অনেকে বলছেন,সেসময়টায় আসলে হানিফ স্যারকে দিক ভ্রান্তের মত মনে হয়েছিল।আসলে স্যার কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না।